বিজ্ঞাপন
সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ পূজার সার্বিক অবস্থা খতিয়ে দেখার উদ্দেশ্যে ইউএনও পৌর শহরের বিভিন্ন পূজা মণ্ডপে পৌঁছান। এ সময় তিনি উত্তর বাজারের কালিবাড়ী সার্বজনীন শ্রী শ্রী দুর্গামাতার মন্দির, গড়কান্দা সাহাপাড়া (কানুসাহার বাড়ী) সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির, এবং সাহাপাড়া ৩নং ওয়ার্ডের সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইউএনও ফারজানা আক্তার ববি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীকে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের জন্য নির্দেশনা দেন।
উল্লেখ্য, নালিতাবাড়ী পৌরসভার ১৩টি পূজা মণ্ডপ ও উপজেলার ১২টি ইউনিয়নের ২৫টি মণ্ডপে মোট ৩৮টি পূজা মণ্ডপে শারদীয়া দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...