Logo Logo

কোটালীপাড়ায় বজ্রপাতে ১ জেলে নিহত


Splash Image

কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামে বজ্রপাতে সমীর বাড়ৈ (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, সমীর বাড়ৈ লখন্ডা গ্রামের সাধন বাড়ৈর ছেলে। তিনি মঙ্গলবার রাতের বৃষ্টির মধ্যে বাড়ির পাশের বিলে জাল দিয়ে মাছ ধরতে যান। রাত পর্যন্ত বাড়ি ফেরেননি। সকালে পরিবার ও স্থানীয়রা তাকে খুঁজতে গিয়ে বিলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. আসাদুজ্জামান বলেন, “আমাদের এখানে নিয়ে আসার আগেই সমীর বাড়ৈর মৃত্যু হয়েছে। তার দেহের অবস্থা দেখে মনে হচ্ছে, বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।”

স্থানীয়রা জানান, বজ্রপাতের সময় মাছ ধরার জন্য বিলে যাওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রতিবেদক- সৌরভ বিশ্বাস, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...