বিজ্ঞাপন
এ ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী ইমতিয়াজ ইসলাম শাওন (২৫) বাদী হয়ে আজ বুধবার (১ অক্টোবর) কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সিকিরবাজারের এলপি গ্যাস ব্যবসায়ী ইমতিয়াজ ইসলাম শাওন তার বন্ধু সোয়াদী শেখ (২০), রসুল ফকির (১৮) ও ফেরদাউস ঘরামীকে (১৯) নিয়ে গত মঙ্গলবার রাতে দুটি মোটরসাইকেলে করে রামশীল ইউনিয়নের রাজাপুর গ্রামে পূজা দেখতে যান। পথে মোটরসাইকেলের সাইড দেওয়া নিয়ে রামশীল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্লিনটন বিশ্বাস ও তার সহযোগীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ মতে, এক পর্যায়ে ক্লিনটন ও তার লোকজন ওই চারজনের ওপর হামলা চালায় ও তাদের মারধর করে।
আহত ব্যবসায়ী ইমতিয়াজ ইসলাম শাওন বলেন, "কথাকাটাকাটির এক পর্যায়ে ক্লিনটন আমাদের গালিগালাজ করে এবং তার লোকজন নিয়ে আমাদের মারধর শুরু করে। এরপর আমার কাছ থেকে সুজুকি এফআই মডেলের (গোপালগঞ্জ-ল-১১-৭৬৫৪) মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে রামশীল ব্রিজের ওপর রেখে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।"
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ছাত্রদল নেতা ক্লিনটন বিশ্বাস বলেন, "ব্যবসায়ী শাওন ও তার সঙ্গীরা আমাদের গাড়ির গতিরোধ করে উল্টো আমাদের মারধর করে। এ সময় ঘটনাস্থলে থাকা উত্তেজিত কিছু এলাকাবাসী তাদের মোটরসাইকেলটি পুড়িয়ে দিয়েছে। আমরা কাউকে মারধর করিনি, আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।"
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ জানান, অভিযোগের বিষয়টি তিনি শুনেছেন। ঘটনা সত্য প্রমাণিত হলে ক্লিনটন বিশ্বাসের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, "এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্তে মোটরসাইকেল পোড়ানোর সত্যতা পাওয়া গেছে। পুরো ঘটনা তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...