Logo Logo

উন্নয়নের ছোঁয়া লাগেনি চরশেরপুর নয়া পাড়া দাখিল মাদ্রাসায়


Splash Image

শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নয়া পাড়া দাখিল মাদ্রাসা (প্রতিষ্ঠাকাল: ১৯৯৮ খ্রি.) আজও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। দীর্ঘ ২৭ বছর আগে প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটি এলাকাবাসীর সন্তানদের দ্বীনি ও সাধারণ শিক্ষার অন্যতম আশ্রয়স্থল হলেও বর্তমানে এর ভবন, অবকাঠামো ও পরিবেশ অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে।


বিজ্ঞাপন


মাদ্রাসার টিনশেড ভবনের ছাউনি জীর্ণ-শীর্ণ হয়ে পড়েছে। ছাদ থেকে পানি ঝরে পড়ে পাঠদানে বিঘ্ন ঘটে। কক্ষের দরজা-জানালা ভাঙাচোরা, বেঞ্চ-টেবিলের অভাব প্রকট। শৌচাগার ও পানীয় জলেরও যথাযথ ব্যবস্থা নেই। ফলে শিক্ষক-শিক্ষার্থী উভয়কেই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় অভিভাবকরা জানান, এ মাদ্রাসা থেকে প্রতি বছর বহু ছাত্র-ছাত্রী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল অর্জন করে। অথচ আজও এ শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিক ভবন কিংবা সরকারি উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি।

মাদ্রাসার সভাপতি ও স্থানীয় অভিভাবকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত নতুন ভবন নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার আশ্বাস দেওয়া হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে গ্রামীণ এ মাদ্রাসাটি অবহেলা-অনাদরের শিকার হয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...