Logo Logo

ভারত ভ্রমণে নতুন নিয়ম: বেনাপোলে চরম ভোগান্তিতে বাংলাদেশি যাত্রীরা


Splash Image

ভারত ভ্রমণে নতুন নিয়ম চালু হওয়ায় বেনাপোল স্থলবন্দরে ভোগান্তিতে পড়েছেন শত শত বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী। ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া এই নিয়মে দেশটিতে প্রবেশকারী প্রত্যেক বিদেশি ভ্রমণকারীর জন্য ‘ডিজিটাল ডিসেমবার্কেশন (ডিই) কার্ড’ পূরণ বাধ্যতামূলক করা হয়েছে। ভ্রমণের অন্তত ৭২ ঘণ্টা আগে অনলাইনে এই কার্ড পূরণ করার কথা থাকলেও, বিষয়টি সম্পর্কে পূর্ব ঘোষণা না থাকায় সীমান্তে এসে চরম বিপাকে পড়ছেন যাত্রীরা।


বিজ্ঞাপন


হঠাৎ করে ভারতের এই সিদ্ধান্তের কারণে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। ভারতে প্রবেশের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পর যাত্রীরা জানতে পারছেন, হাতে লেখা কাগজের আগমনী কার্ডের নিয়ম বাতিল করা হয়েছে। এর পরিবর্তে এখন থেকে অনলাইনে ‘ই-অ্যারাইভাল কার্ড’ পূরণ করে আসতে হবে।

মূলত বিদেশি ভ্রমণকারীদের ইমিগ্রেশন প্রক্রিয়াকে আরও দ্রুত ও ঝামেলামুক্ত করতেই ভারত সরকার এই ডিজিটাল উদ্যোগ নিয়েছে। নয়াদিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রার ৭২ ঘণ্টা আগে অনলাইনে এই কার্ড পূরণ করতে হবে। এর জন্য দুটি মাধ্যম রয়েছে— একটি সরকারি ওয়েবসাইট (indianvisaonline.gov.in/earrival) এবং অন্যটি মোবাইল অ্যাপ (Indian Visa SuSwagatam)। এই ডিজিটাল কার্ডে পাসপোর্ট ও ভিসার বিবরণ, ভারতে অবস্থানের ঠিকানা এবং জরুরি যোগাযোগের নম্বরের মতো তথ্য দিতে হবে। তবে এর জন্য কোনো অতিরিক্ত নথি আপলোড করার প্রয়োজন নেই। ভারতের নাগরিক এবং ওসিআই (OCI) কার্ডধারীদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না।

সীমান্তে ভোগান্তিতে পড়া রমেশচন্দ্র পাল নামে এক যাত্রী বলেন, "আগে থেকে কিছুই জানতাম না। বেনাপোলে এসে শুনছি অনলাইনে ফরম পূরণ করতে হবে। কীভাবে করতে হয়, সেটাও জানি না। এখন খুব বিপদের মধ্যে আছি।" তার মতো আরও অনেকেই একই রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, "ভারতীয় ইমিগ্রেশন থেকে আমাদের জানানো হয়েছে যে, হাতে লেখা ফরমের পরিবর্তে এখন থেকে অনলাইন ফরম পূরণ করতে হবে। আমরা বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের বিষয়টি অবহিত করার চেষ্টা করছি।"

বিশেষজ্ঞরা বলছেন, এই ডিজিটাল পদ্ধতির ফলে ভবিষ্যতে ইমিগ্রেশন প্রক্রিয়া সহজতর হলেও, নতুন নিয়ম সম্পর্কে যাত্রীদের ভালোভাবে অবহিত না করায় সাময়িকভাবে এই ভোগান্তি তৈরি হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...