ঢাকায় আসছেন প্রভাবশালী ৬ আলেম
বিজ্ঞাপন
আগামী নভেম্বর মাসে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক খতমে নবুওয়াত সম্মেলন। এ মহাসম্মেলনে যোগ দিতে মুসলিম বিশ্বের প্রভাবশালী ছয়জন আলেম বাংলাদেশে আসছেন বলে নিশ্চিত করেছে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি।
আগত আলেমদের মধ্যে রয়েছেন— জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, ভারতের প্রভাবশালী ধর্মীয় নেতা ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী, দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মাওলানা আবুল কাসেম নোমানি, ভারতের মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী, মক্কা শরিফের মাওলানা ওমর হাফিজ মক্কি এবং মাওলানা আবদুর রউফ মক্কি।
খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবাইদুল্লাহ কাসেমী জানান, কমিটির আমির মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরীর আমন্ত্রণে মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় এই আলেমরা বাংলাদেশ সফরে আসছেন। তিনি আরও জানান, গত সপ্তাহে মাওলানা ফজলুর রহমানের পাকিস্তানের বাসভবনে পীর সাহেব মধুপুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেখানেই বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। এছাড়া ভারতের আলেম সাইয়েদ আরশাদ মাদানী, সাইয়েদ মাহমুদ মাদানী, আবুল কাসেম নোমানি এবং মক্কার দুই আলেমকেও আনুষ্ঠানিকভাবে দাওয়াত পাঠানো হয়েছে, যা তারা সানন্দে গ্রহণ করেছেন।
কমিটির মিডিয়া সমন্বয়ক মুফতি ইমরানুল বারী সিরাজী জানান, ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়াত সম্মেলন বাস্তবায়নে জোর প্রস্তুতি চলছে। সম্মেলনটি আয়োজন করছে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ এবং এর সার্বিক তত্ত্বাবধানে রয়েছে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ।
এই আন্তর্জাতিক সম্মেলনকে কেন্দ্র করে ধর্মীয় অঙ্গনে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আয়োজকরা আশা করছেন, বিশ্ববরেণ্য আলেমদের উপস্থিতি এ সম্মেলনকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...