বিজ্ঞাপন
নিহত রুহুল আমিন শহরের চুনাঘাটা এলাকার মৃত মনি প্রামাণিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের পরপরই রুহুল আমিনের শরীর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর আব্দুল হক বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জানাজা শেষে রাত ৯টার দিকে মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে থানায় মামলা আকারে নথিভুক্ত হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...