Logo Logo

বিএনপি ক্ষমতায় গেলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে : শামা ওবায়েদ


Splash Image

বিএনপি ক্ষমতায় গেলে রোহিঙ্গা সমস্যা সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।


বিজ্ঞাপন


তিনি বলেন, ২০১৭ সালে হাজার হাজার মুসলিম রোহিঙ্গা মিয়ানমারে ঠাঁই না পেয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। এর আগেও রোহিঙ্গারা এ দেশে প্রবেশ করেছিল, তবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষতার সঙ্গে তাদের দেশে ফেরত পাঠিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা তার গদি রক্ষায় বিশ্বের প্রভাবশালী দেশগুলোর সঙ্গে আঁতাত করলেও রোহিঙ্গা ইস্যুতে কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেননি। বিএনপি ক্ষমতায় এলে এই সংকটের সমাধান হবে ইনশাআল্লাহ।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের এনএম একাডেমি মাঠে স্থানীয় ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামা ওবায়েদ।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ জুলুম-অত্যাচার, জেল-হাজত, গুম-খুনের হাত থেকে মুক্তি পেয়েছে। এ সময় আলেম-ওলামারাও স্বাভাবিকভাবে বসবাস করতে পারেননি। অথচ বিএনপি আমলে কোনো আলেম-ওলামা কিংবা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ নির্যাতিত হয়নি। আমরা ফ্যাসিবাদ মানি না, আমরা চাই একটি নিরাপদ দেশ।

শামা ওবায়েদ বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম আমাদের শিখিয়েছে নিজের ধর্ম পালন করার পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের শ্রদ্ধা করতে। এটাই শহীদ জিয়ার আদর্শ, যা তারেক রহমানও অক্ষরে অক্ষরে অনুসরণ করেন। তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার।

আলেম-ওলামাদের উদ্দেশে তিনি বলেন, আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান সালথা-নগরকান্দার আলেম-ওলামাদের শ্রদ্ধা করতেন। আমিও তাদের শ্রদ্ধা করি। এখন সুযোগ এসেছে নগরকান্দা-সালথাকে নতুনভাবে সাজানোর, আলেম-ওলামা ও মসজিদ-মাদ্রাসার নিরাপত্তা দেওয়ার, এবং সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করার। সেই সুযোগ কেবল বিএনপিই দিতে পারবে। তাই ভোটের মাধ্যমে বিএনপিকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন জিল্লুর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামা দলের দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, ফরিদপুর জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মো. সিরাজুল ইসলাম, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ওলামা দল নেতা মাওলানা নিজাম উদ্দীন, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান ও বিএনপি নেতা রাসেদ মাতুব্বর প্রমুখ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...