Logo Logo

সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

‘অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক উসকানির চক্রান্ত নস্যাৎ হয়েছে’


Splash Image

ছবি : সংগৃহীত।

শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা ফ্যাসিস্ট দোসরদের মদদে সংঘটিত হয়েছিল বলে মন্তব্য করেছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।


বিজ্ঞাপন


তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, পূজা মণ্ডপ কমিটি, গণমাধ্যম ও সাধারণ জনগণের সহযোগিতায় এই চক্রান্ত নস্যাৎ করা সম্ভব হয়েছে।

রোববার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান।

তিনি বলেন, “কিছু ফ্যাসিস্ট তাদের সহযোগী ও বুদ্ধিজীবীদের ইন্ধনে কয়েকটি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উসকানি সৃষ্টির পাঁয়তারা করেছিল। কিন্তু আমরা তা ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছি।”

সভায় সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ছাড়াও চাঁদাবাজি, মাদক, রোহিঙ্গা সংকট, আসন্ন জাতীয় নির্বাচন এবং শারদীয় দুর্গোৎসব নিয়ে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, “আমাদের যে ভুলগুলো হয়েছে, সেগুলো নিয়েও আলোচনা করা হয়েছে।”

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগ তুলে অশান্ত পরিস্থিতি সৃষ্টি এবং পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনার পেছনে একই ধরনের ফ্যাসিস্ট দোসরদের মদদ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি পার্শ্ববর্তী একটি দেশে দুর্গাপূজার প্রতিমা তৈরির সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে নিন্দনীয়ভাবে উপস্থাপনের ঘটনাতেও এর যোগসূত্র রয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরও বলেন, “দেশের ৭৯৩টি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর অভিযোগ উঠেছে। প্রতিটি ক্ষেত্রে জিডি করা হয়েছে, তদন্ত চলছে এবং কিছু মণ্ডপ ভাঙচুর হয়েছে। তবে সঠিক সংখ্যাটি এখন জানাতে পারব না।”

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যেহেতু তদন্ত চলছে, তাই এ বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না।”

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গতবারের ন্যায় এবারও সারাদেশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এজন্য আমি সেনাবাহিনী, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, সাধারণ জনগণ ও গণমাধ্যমকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...