Logo Logo

মুকসুদপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জের মুকসুদপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার দিগনগর ইউনিয়নের ভাজন্দী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জাকের পার্টি মূলদল ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


গোপালগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি সাজ্জাদ হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

সভার সঞ্চালনা করেন জাকের পার্টি কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাকের পার্টির তালাবা ফ্রন্টের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা কাউছার আহম্মেদ চাঁদপুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শাহিন, জেলা মৎসজীবী ফ্রন্টের সভাপতি মোঃ এনামুল হক, উপজেলা সভাপতি লিয়াকত হোসেন, জেলা মহিলা ফ্রন্টের সভাপতি লতিকা রহমান, সাংগঠনিক সম্পাদক রানী আক্তার, মুকসুদপুর উপজেলা মহিলা ফ্রন্টের সভানেত্রী কহিনুর আক্তার, উপজেলা সাধারণ সম্পাদক সাগর আলী মৃধা এবং দিগনগর ইউনিয়ন সভাপতি আয়নাল মাতুব্বর।

সভা শেষে একটি র‍্যালী বের হয়ে দিগনগর ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিবেদক- সৌরভ বিশ্বাস, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...