বিজ্ঞাপন
দিবসটি উপলক্ষে "শিক্ষকতাকে একটি সহযোগি পেশা হিসেবে পুনর্গঠন" প্রতিপাদ্যে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফিরে আসে।
শোভাযাত্রার পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা"য় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমীনের সভাপতিত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) বিশ্বজিত কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদ আলম লস্কার, গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আবু সাঈদ মোঃ আব্দুল্লাহ, এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাইন বিল্লাহ, গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মাহে আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একজন দক্ষ শিক্ষক সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দক্ষ শিক্ষকের অভাব বিদ্যমান। এজন্য শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং যথাযথ মূল্যায়নের জন্য সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন রয়েছে।
এদিকে, বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায়ও বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রতিবেদক- কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...