Logo Logo

দুদকের করা মামলায় বরগুনার সাবেক নাজির মাসুদ করিমের জামিন না মঞ্জুর


Splash Image

দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় বরগুনার সাবেক নাজির মাসুদ করিমের জামিন না মঞ্জুর করেছে আদালত। এর আগে গত ১১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক নাজির মাসুদ করীম ও তার স্ত্রী খাদিজা বেগমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।


বিজ্ঞাপন


আজ ৬ই অক্টোবর স্ত্রীসহ মাসুদ করিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন, বরগুনা জজ কোর্ট আদালতের বিজ্ঞ বিচারক মাসুদ করিমের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন এবং তার স্ত্রী খাদিজা বেগমের জামিন মঞ্জুর করেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক নাজির মোহাম্মদ আল মাসুদ করিম ও তার স্ত্রী খাদিজা আক্তারের বিরুদ্ধে গত ১১ সেপ্টেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

গত বছরের ৩০ মে বরগুনার বিশেষ জজ আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন দুদকের পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল রনি।

মামলা সূত্রে জানা যায়, দুদকের অনুসন্ধানকালে মাসুদের গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৫৪ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা। যেখানে তার নিজের নামে ২ কোটি ২ লাখ ৬১ হাজার ২০২ টাকার সম্পদ ও স্ত্রী খাদিজা আক্তারের নামে ২২ লাখ ৭ হাজার ১৫৫ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।

এ ছাড়া, ৩২ লাখ ৫৯ হাজার ৯৯৩ টাকা ঋণ বাদে তার নিজ নামে ও স্ত্রীর নামে অর্জিত নিট সম্পদ পাওয়া গেছে ১ কোটি ৯২ লাখ ৮ হাজার ৩৬৪ টাকা। মাসুদ পারিবারিক ব্যয় দেখিয়েছেন ২৫ লাখ ৫৪ হাজার ১৪৩ টাকা। মাসুদের ও স্ত্রীর নামে অর্জিত মোট সম্পদের মূল্য তদন্তে পাওয়া গেছে ২ কোটি ১৭ লাখ ৬২ হাজার ৫০৭ টাকা। তদন্তে ৫৪ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা আয় ব্যতীত তার নিজ ও স্ত্রীর নামে অর্জিত জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মূল্য পাওয়া গেছে ১ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৯০৫ টাকা।

আসামি মাসুদেরর দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ৪১ লাখ ৬৭ হাজার ৮৩২ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...