বিজ্ঞাপন
সোমবার (৬ অক্টোবর) দুপুরে চাটখিল কামিল মাদ্রাসা মার্কেটে অবস্থিত ইসলামী ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ইসলামী ব্যাংক চাটখিল শাখার গ্রাহক শামসুল আলম, বোরহান উদ্দিন ও রবিউল ইসলাম বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকে প্রভাব বিস্তার করে অবৈধভাবে চট্টগ্রাম অঞ্চলের ৭ হাজার ২২৪ জনকে নিয়োগ দিয়েছেন। এর মধ্যে শুধু পটিয়া উপজেলারই ৪ হাজার ৫০০ জনের বেশি। দেশের ৬৩ জেলার প্রার্থীদের উপেক্ষা করে একটি জেলার প্রার্থীদের প্রাধান্য দেওয়ায় ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে তারা মন্তব্য করেন।
তারা আরও অভিযোগ করেন, এসব নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করছেন, পেশাদার সেবা দিতে অক্ষম এবং অনেক ক্ষেত্রে আঞ্চলিক ভাষায় কথা বলায় গ্রাহকরা যোগাযোগে সমস্যায় পড়ছেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে এসব নিয়োগ বাতিলের দাবি জানান। একইসঙ্গে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
প্রতিবেদক- মোঃ হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...