বিজ্ঞাপন
সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহরুল হক (৪০) নিজে উপস্থিত থেকে বিদ্যালয়টির বিদ্যুৎ সংযোগ কার্যক্রম উদ্বোধন ও বাস্তবায়ন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন— উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম (৪৫), সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরিদুল ইসলাম (৪২), সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা (৩০), এবং বকশীগঞ্জ জোনাল অফিসের পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ আকবর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
বিদ্যুৎ সংযোগ কার্যক্রম বাস্তবায়নের মুহূর্তে সাংবাদিক, শিক্ষক ও এলাকাবাসী উপস্থিত থেকে আনন্দ প্রকাশ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী রানী তলাপাত্র (৩৮) বলেন, “দীর্ঘদিন পর আজ বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ হয়েছে—এটা আমাদের জন্য আনন্দের দিন। ইউএনও স্যারের দ্রুত উদ্যোগে আমাদের শিক্ষার্থীদের কষ্ট কিছুটা লাঘব হলো।”
এর আগে এই বিদ্যালয়ে রাস্তা, বিদ্যুৎ ও ওয়াশ ব্লক না থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা চরম দুর্ভোগে ছিলেন। এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়।
এলাকাবাসী ও অভিভাবকরা প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন এবং বিদ্যালয়ের রাস্তা ও ওয়াশ ব্লক নির্মাণের কাজও দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...