Logo Logo

রাজবাড়ীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন


Splash Image

“শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করবো কাজ”— এ প্রতিপাদ্য সামনে রেখে রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৬ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিশুদের অধিকার, নিরাপত্তা ও বিকাশে সমাজের সর্বস্তরের দায়িত্ব ও করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, শিশুদেরকে জাতির ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করে তিনি তাদের সঠিক বিকাশ, মানসম্মত শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি আরও বলেন, এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক ও সামাজিক দায়িত্ব।

তিনি সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এমন একটি সমাজ গড়ে তোলার আহ্বান জানান, যেখানে প্রতিটি শিশু হাসতে পারবে, স্বপ্ন দেখতে পারবে এবং সুরক্ষিতভাবে বেড়ে উঠতে পারবে।

প্রতিবেদক- স্বপন বিশ্বাস, রাজবাড়ী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...