Logo Logo

ঝালকাঠিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা, অভিযুক্ত যুবক গ্রেফতার


Splash Image

অভিযুক্ত হুমায়ুন খান।

ঝালকাঠির কাঁঠালিয়ায় এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী (১৪)কে ধর্ষণ করায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কিশোরী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা।


বিজ্ঞাপন


কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, শনিবার (৪ অক্টোবর) রাতে ঢাকার আহসান মঞ্জিল এলাকা থেকে কাঁঠালিয়া থানার উপপরিদর্শক আল-আমিনের নেতৃত্বে এবং ঢাকা কোতয়ালী থানার সহযোগিতায় হুমায়ুন খান (২০)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হুমায়ুন খান কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের আবদুল কুদ্দুস খানের ছেলে। সে দক্ষিণ চেঁচরী হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোরীর মা ছেনেরা বেগম (৩৮) অন্যের বাড়িতে কাজ করেন। বাড়িতে একা থাকা মেয়েটিকে গত ১৫ মার্চ বিভিন্ন প্রলোভন দেখিয়ে হুমায়ুন খান পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করেন। এরপর আরও একাধিকবার কিশোরী ধর্ষণের শিকার হন।

ঘটনার পর কিশোরীর মা ২ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে কাঁঠালিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে হুমায়ুন পালাতক ছিলেন।

ওসি মংচেনলা জানান, গ্রেফতারকৃত হুমায়ুনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...