Logo Logo

কাঁঠালিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


Splash Image

ঝালকাঠির কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল খেলা।


বিজ্ঞাপন


রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বিনাপানি কে বি কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি ছিল দর্শকপ্রিয় ও রোমাঞ্চকর।

ফাইনালে মুখোমুখি হয় কাঁঠালিয়া সদর স্পোর্টিং ক্লাব একাদশ এবং মুন্সিরাবাদ তাকরিম স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। রোমাঞ্চকর এই ট্রাইব্রেকারে তকরিম স্পোর্টিং ক্লাব ৩–২ গোলে কাঁঠালিয়া সদর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি ও ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. হাবিবুর রহমান সেলিম রেজা।

এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নুর হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতা হাদিস হাওলাদার, যুবদল নেতা সাদ্দাম হোসেন খান, রাজাপুর সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান গাজীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো দর্শক। পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ ও খেলাপ্রেমীদের উচ্ছ্বাস।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...