Logo Logo

৬ দফা দাবিতে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি


Splash Image

১৪ তম গ্রেডে আপগ্রেডেশনসহ ৬ দফা দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে নেমেছেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা।


বিজ্ঞাপন


১লা অক্টোবর ২০২৫ থেকে সারা দেশে স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকরা এ কর্মবিরতি চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় সোমবার, ৬ই অক্টোবর তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত কর্মবিরতিতে অংশগ্রহণ করেন স্বাস্থ্য কমপ্লেক্সের অর্ধশতাধিক স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শক।

কর্মবিরতির সময় বক্তৃতা করেন এসোসিয়েশনের সভাপতি দিবাকর সরকার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, কোষাধক্ষ রঞ্জন রায় এবং স্বাস্থ্য সহকারী গোপেশ রায়। তারা ৬ দফা দাবি বাস্তবায়নের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের দাবি জানান।

এসোসিয়েশনের সভাপতি দিবাকর সরকার সাংবাদিকদের বলেন, “আমাদের দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব। এটি আমাদের অধিকার এবং এর প্রতি আমরা দৃঢ় অবস্থানে আছি।”

উল্লেখ্য, স্বাস্থ্য সহকারী ও পরিদর্শকদের এ কর্মবিরতি দেশজুড়ে স্বাস্থ্যসেবায় সরাসরি প্রভাব ফেলছে এবং সরকারের প্রতি তাদের দাবি দ্রুত কার্যকর করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...