ষষ্ঠ দফায় হজ এজেন্সির তালিকা প্রকাশ, যোগ্যতার শর্তে কঠোর নজর
বিজ্ঞাপন
২০২৬ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণের জন্য ষষ্ঠ দফায় আরও ৪৮টি হজ এজেন্সিকে শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে সরকার। সোমবার (৬ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় প্রাথমিকভাবে যোগ্য এসব এজেন্সির তালিকা প্রকাশ করেছে।
এর আগে পাঁচ দফায় মোট ৭০২টি যোগ্য হজ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়। নতুন তালিকার মাধ্যমে এবার মোট অনুমোদিত এজেন্সির সংখ্যা দাঁড়াল ৭৫০।
ধর্ম মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী, প্রকাশিত তালিকায় থাকা কোনো এজেন্সি যদি যৌক্তিক কারণ ছাড়া ২০২৬ সালের হজ মৌসুমে হজযাত্রী নিবন্ধন (প্রাক-নিবন্ধন নয়) করতে ব্যর্থ হয়, তবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মক্কা-মদিনায় প্রদেয় সেবা সুবিধা সংক্রান্ত বিষয়ে হজযাত্রীদের সঙ্গে লিখিত চুক্তি করতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রত্যেক এজেন্সিকে সৌদি সরকারের নির্ধারিত সংখ্যক হজযাত্রী পাঠাতে হবে। ৪৬ জন হজযাত্রীর জন্য একজন অভিজ্ঞ ও আরবি ভাষায় দক্ষ হজ গাইড নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে।
শর্তে আরও বলা হয়েছে, কোনো এজেন্সি অনিবন্ধিত কাউকে হজে পাঠাতে পারবে না। কেউ যদি এমন উদ্যোগ নেয়, তবে কারণ দর্শানো ছাড়াই তার লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তালিকায় অন্তর্ভুক্ত কোনো এজেন্সির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বা যোগ্যতার ঘাটতি দেখা দিলে, কারণ দর্শানো ছাড়াই তার নাম তালিকা থেকে বাতিল করা হবে।
এছাড়া, অনুমোদিত এজেন্সিগুলোর লাইসেন্স আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত নবায়ন সাপেক্ষে কার্যকর থাকবে। যেসব এজেন্সির লাইসেন্স ওই সময়ের মধ্যে শেষ হবে, তাদের নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন করতে হবে। নবায়ন না করলে তাদের নাম তালিকা থেকে বাতিল করা হবে বলে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে।
প্রত্যেক হজ এজেন্সিকে হালনাগাদ হজ লাইসেন্স, ট্রাভেল লাইসেন্স, ট্রেড লাইসেন্স ও আয়কর সনদ দাখিল করে হজ পরিচালকের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করতে হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে ২০২৬ সালে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছরও বাংলাদেশের ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসলমান পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...