Logo Logo

কাশিয়ানীতে ইউপি চেয়ারম্যান কাজী নওশের আলী আটক


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কাজী নওশের আলীকে আটক করেছে পুলিশ।


বিজ্ঞাপন


বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে নিজামকান্দি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

ইউনিয়ন পরিষদের সচিব মলয় বিশ্বাস জানান, সকালে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের একটি দল চেয়ারম্যান কাজী নওশের আলীকে নিজামকান্দি বাজারে দেখা করার জন্য বলেন। এ সময় চেয়ারম্যান কাজী নওশের আলী সঙ্গীদের নিয়ে নিশ্চিন্তপুর গ্রামে এক মৃত ব্যক্তির জানাজায় অংশ নিচ্ছিলেন। জানাজা শেষে তিনি বাজারে পুলিশের সঙ্গে দেখা করতে গেলে গোয়েন্দা দলটি তাকে আটক করে পাশ্ববর্তী ফলসি বাজারে থাকা গাড়িতে তুলে কাশিয়ানী থানায় নিয়ে যায়।

ওসি মো. কামাল হোসেন জানান, চেয়ারম্যান কাজী নওশের আলীকে গত ১৬ জুলাই ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গাছের গুড়ি ফেলে যানবাহন চলাচল ব্যাহত করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, চেয়ারম্যান কাজী নওশের আলী এর আগে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে সামরিক বাহিনীর গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি ছিলেন। তিনি ওই মামলায় গ্রেফতার হয়ে পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার গ্রেফতারকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...