বিজ্ঞাপন
শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের বায়তুল আমান বাজারে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন মো. সোহাগ (২৮) ও মো. সেহেল (২৯), যারা ফরিদপুর শহরের লক্ষ্মীপুর মহল্লার বাসিন্দা।
বায়তুল আমান বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ আলাওল হোসেন জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা জানতে পারে ওই দুই ব্যবসায়ী মৃত গরুর মাংস বিক্রি করছেন। পরে তারা তাদের আটক করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানান। সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছে সরাসরি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে প্রায় ৩০ কেজি মৃত গরুর মাংস জব্দ করে মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়। একই সঙ্গে মো. সোহাগকে পাঁচ হাজার টাকা এবং মো. সেহেলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল নিশ্চিত করে বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অধীনে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...