Logo Logo

সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ

তালিবানদের ১৯ সীমান্তপোস্ট পাক সেনাবাহিনীর দখলে


Splash Image

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী শনিবার আফগান সেনাবাহিনীর সঙ্গে রাতভর সংঘর্ষের পর সীমান্তের ১৯টি আফগান পোস্ট দখল করেছে।


বিজ্ঞাপন


সেনাবাহিনী সূত্রে জানা গেছে, পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের ডুরান মেলা, তুর্কমানজাই, শহিদান, কুনার, চাগাইসহ ১৯টি পোস্টে আফগান সেনা কর্মকর্তারা ও সদস্যরা পাকিস্তানের আক্রমণের মুখে পালিয়ে যান। সংঘাতের সময় এসব পোস্টে কয়েক ডজন আফগান সেনা নিহত ও আহত হয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আফগান সেনারা তাদের আহত ও নিহত সহকর্মীদের ফেলে রেখে পালিয়েছে।

এদিকে, পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর প্রধান নূর ওয়ালি মেসুদ ও তার কয়েকজন সহযোগী পাকিস্তানের হস্তক্ষেপে নিহত হওয়ার গুঞ্জন ছড়িয়েছে। আফগানিস্তানের তালেবান সরকার এই হামলায় নিহত বা আহতদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে শুক্রবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তান আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর হামলা চালিয়েছে।

এ ঘটনায় প্রতিশোধ হিসেবে আফগান সেনাবাহিনী শনিবার রাতে পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুরম, দির, চিত্রাল, বারামচাসহ সীমান্তবর্তী আরও কয়েকটি এলাকায় হামলা চালায়। পাকিস্তানি সেনা কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষে গোলাবারুদ, ট্যাংক, ড্রোন এবং হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, “পাকিস্তানের সীমান্তে হামলার সঙ্গে সঙ্গে আমাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ছিল। প্রতিরোধ ও পাল্টা আক্রমণ সফলভাবে সম্পন্ন হয়েছে।”

উভয়পক্ষের মধ্যে এই উত্তেজনা সীমান্ত এলাকায় স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদেরও সতর্ক করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...