বিজ্ঞাপন
সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা শহরের আনন্দবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে দুটি মুদিখানা ও দুটি চাউল বিক্রয় দোকানকে জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে— মেসার্স হুমায়রা স্টোরের মালিক সোহেলকে ১ হাজার ৫০০ টাকা, মেসার্স আলমগীর চাউলের মালিক আলমগীরকে ২ হাজার টাকা, সুমন স্টোরের মালিক সুমনকে ১ হাজার ৫০০ টাকা এবং শিকদার এন্টারপ্রাইজের মালিক শাহিন শিকদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয় বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, “ভোক্তা স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম চলবে। কোনো অনিয়ম পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...