Logo Logo

গোপালগঞ্জে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় সভা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলি বিশ্বাস, বিএসটিআই গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. মাসুদ আল মামুন, সহকারী পরিচালক গোবিন্দ কুমার ঘোষসহ জেলার শিল্প উদ্যোক্তা, বেকারি ও হোটেল-রেস্তোরাঁ মালিক, গণমাধ্যমকর্মী এবং প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।

সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী থাতুন।

তিনি নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারি নীতিমালা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণন ব্যবস্থায় স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার ওপর জোর দেন।

সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণে প্রশাসন, ব্যবসায়ী ও গণমাধ্যমের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...