Logo Logo

নকলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


Splash Image

শেরপুর জেলার নকলা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন খাতের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আগাম শীতকালীন শাকসবজি চাষে উৎসাহ দিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি নিজেই।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিন মেহেদী বলেন, “সরকার কৃষকদের সহায়তায় বিভিন্ন প্রণোদনা দিচ্ছে, যার সুফল মাঠপর্যায়ে পৌঁছাতে হবে। কোনো কৃষক যদি এ বীজ ও সার বিক্রি করে অসদুপায় অবলম্বন করেন, তবে তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

প্রণোদনা কর্মসূচির আওতায় ২৩০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৯ প্যাকেট করে মোট ২,০৭০ প্যাকেট সবজির বীজ বিতরণ করা হয়। এছাড়া ৪০৫ জন কৃষককে মাঠে চাষযোগ্য ২০ শতাংশ জমির জন্য লাউ, বেগুন, শসা অথবা মিষ্টি কুমড়ার এক প্যাকেট বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

অনুষ্ঠানে নকলা উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, স্থানীয় জনপ্রতিনিধি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নকলা উপজেলা শাখার সভাপতি শফিউজ্জামান রানা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মোঃ আরিফুর রহমান, শেরপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...