Logo Logo

ভারতের হয়ে প্রক্সি যুদ্ধ করছে আফগানিস্তান, দাবি পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের


Splash Image

সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যেখানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ অভিযোগ করেছেন, আফগানিস্তান ভারতের নির্দেশনা অনুযায়ী পাকিস্তানের বিরুদ্ধে ‘প্রক্সি’ যুদ্ধ করছে।


বিজ্ঞাপন


গতকাল, দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির পর জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “এই যুদ্ধবিরতি টিকবে কি না— আমার সন্দেহ আছে। কারণ আফগান তালেবানরা এখন দিল্লির নির্দেশনা অনুযায়ী চলছে এবং কাবুল আসলে এখন দিল্লির হয়ে প্রক্সি যুদ্ধ করছে। সম্প্রতি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন। সেখান থেকে যদি কোনো পরিকল্পনা ও নির্দেশনা তিনি নিয়ে আসেন— তাহলে অবাক হওয়ার কিছু নেই।”

পাকিস্তান-আফগানিস্তানের সম্পর্ক ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধীরগতিতে নিম্নগামী। বিশেষত পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগান তালেবানদের আশ্রয়-প্রশ্রয় ও সহায়তা পেয়ে চলায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তিক্ত হয়েছে। গত বছর পাকিস্তান সরকার আফগান শরণার্থীদের বাধ্যতামূলকভাবে আফগানিস্তানে ফেরাতে বাধ্য করে, যা দুই দেশের মধ্যে দ্বন্দ্বকে আরও গভীর করেছে।

তবে সাম্প্রতিক সংঘাতের সূত্রপাত ঘটে গত বৃহস্পতিবার। ৯ অক্টোবর কাবুলে বিমান হামলায় টিটিপির শীর্ষ নির্বাহী নেতা নূর ওয়ালি মেহসুদ, দ্বিতীয় শীর্ষ নেতা ক্বারি সাইফুল্লাহ মেহসুদসহ গোষ্ঠীর কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে হত্যা করে পাকিস্তান। কাবুলে হামলার মাধ্যমে আফগানিস্তানের সার্বভৌমত্বে আঘাত হেনেছে— এমন অভিযোগে আফগান সেনাবাহিনী শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তে হামলা চালায়। পাকিস্তানের সেনাবাহিনী পাল্টা জবাব দেয়।

কয়েক দিন ধরে পাল্টাপাল্টি হামলার পর অবশেষে বুধবার ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই দেশ। তবে দুই পক্ষই যুদ্ধবিরতি টেকসই হবে কি না সে বিষয়ে শঙ্কা প্রকাশ করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...