Logo Logo

শিক্ষকদের ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি বিকেল ৫টা পর্যন্ত স্থগিত ঘোষণা


Splash Image

তিন দফার দাবি নিয়ে আন্দোলনরত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী আজ বিকেলে ঘোষণা করেছেন যে, যমুনা অভিমুখে ঘোষিত ‘মার্চ টু যমুনা’ পদযাত্রা বিকেল ৫টা পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।


বিজ্ঞাপন


তিনি জানান, শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক ও সিদ্ধান্তের পর সাংবাদিকদের দেওয়া বক্তব্যে দেলোয়ার আজিজী বলেন, “শিক্ষা উপদেষ্টা আমাদের চাকরি থেকে টার্মিনেট করে দেন। আমরা সিএনজি চালাবো, কৃষিকাজ করবো। আপনার ভিক্ষার চাকরি করবো না।” তিনি আরো কড়া ভাবে বলেন, “শিক্ষকদের উদ্দেশ্যে… ২০ শতাংশ ছাড়া যাবেন না। ১৫০০ টাকা মেডিকেল ভাতা ছাড়া যাবেন না। উৎসব ভাতা ৭৫ শতাংশ ছাড়া যাবেন না। আমরা কথা দিলাম প্রয়োজনে শহীদ মিনার থেকে জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রত্যেকটা নেতার একটা একটা লাশ যাবে।”

আজিজী বলেন, “আমরা আপনাকে সুযোগ দিয়েছিলাম, আপনি সুযোগ নেন নাই। ... এই প্রস্তাব আমরা ফিরেয়ে নিয়ে নিলাম, এখন আমাদের যে তিন দাবি ছিল আমাদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, এই মাস থেকে দিতে হবে। লাখ লাখ কোটি টাকার অস্ত্র কিনতে পারেন, প্রকল্পের নামে লুটে খেতে পারেন, আগামী মন্ত্রী হয়ে আসবে তাদের জন্য আপনারা গাড়ি কিনতে পারেন আর ৬ লাখ শিক্ষক পরিবারের ডাল ভাতের খাওয়ার জন্য ৩ হাজার কোটি টাকা দিতে পারেন না। সুতরাং আমরা আমাদের প্রস্তাব ফিরিয়ে নিয়েছি। এই মাস থেকেই দিতে হবে।”

শিক্ষক নেতার বক্তব্যে দেখা যায় আন্দোলনের তীব্রতা ও ঐক্যবদ্ধ প্রতিশ্রুতি — “আপনি যদি মনে করেন আমাদের কোনো প্রয়োজন নাই। আপনার সব বাহিনী পাঠাইয়া আমাদের সবাইকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলেন। আপনাকে দাবি মানতে হবে, না হলে আমাদের মেরে ফেলে দিতে হবে। আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের সম্মানের জন্য মর্যাদার জন্য, তাদের হক প্রতিষ্ঠার জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, আমরা আমাদের জীবন এই জাতির জন্য বিলিয়ে দিতে আমরা প্রস্তুত আছি।”

তিনি আরও বলেন, শিক্ষকদের শ্রেণিকক্ষে ফেরাতে বা পরীক্ষার প্রয়োজনে চাপাননি; বরং সরকারকে পাঁচটা পর্যন্ত সময় দেওয়ার অনুরোধ জানিয়ে জানিয়েছেন, “আমাদের যমুনা কর্মসূচি একটা চূড়ান্ত পর্যায়ের কর্মসূচি। আমরা সরকারকে পাঁচটা পর্যন্ত সময় বেধে দিতে চাই। পাঁচটা পর্যন্ত আমরা সরকারকে সময় দিতে চাই। আপনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি পাঁচটা পর্যন্ত আমরা স্থগিত করলাম। পরবর্তী সময়ে আমরা হয়তো যদি আমাদের আবেদন আপনি বিবেচনায় না আনেন আমরা হয়তো আপনার বাসভবনের দিকে অভিমুখে আমরা পদযাত্রা করতে বাধ্য হব।”

আন্দোলনের এই ভাষ্য ও হুমকিসহ শর্তগুলো সরকার/শিক্ষা মন্ত্রণালয় কিভাবে গ্রহণ করেছে সে বিষয়ে এখনো কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্দোলনকারীরা তাদের তিন দফা দাবির প্রতি অনড় অবস্থান তুলে ধরে সম্ভাব্য কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়েছেন, এবং সময়সীমা অতিক্রম করলে আরও তীব্র কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...