Logo Logo

কোটালীপাড়ায় ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, স্বেচ্ছাসেবকদল নেতাসহ ৬ জন আহত


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অমিমাংসিত জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্বেচ্ছাসেবকদল নেতাসহ উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।


বিজ্ঞাপন


শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার বুরুয়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে রাধাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের প্রচার সম্পাদক বরুয়াবাড়ি গ্রামের হাবিব ফকিরের ছেলে ছামিউল ফকির (১৭), হাবিব ফকির (৫৫), চায়না বেগম (৪৫), হেমায়েত ফকির (৫৫), সামসুন্নাহার (৪৫) ও সজিব ফকির (২০) রয়েছেন।

আহতদের মধ্যে হাবিব ফকির, চায়না বেগম, হেমায়েত ফকির ও সামসুন্নাহারকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিব ফকির ও হেমায়েত ফকির চাচা-ভাতিজা। দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এ বিষয়ে একাধিকবার সালিশ দরবার বসানো হলেও কোনো সমাধান হয়নি। সম্প্রতি জায়গা সঠিকভাবে পরিমাপ করে বিরোধ মেটানোর চেষ্টা চলছিল।

তবে ঘটনার দিন হাবিব ফকির অমিমাংসিত জায়গায় থাকা পুরনো ঘর ভেঙ্গে নতুন ঘর নির্মাণের চেষ্টা করলে হেমায়েত ফকির ও তার স্ত্রী বাঁধা দেন। এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "জমিজমা নিয়ে মারামারি হয়েছে। তবে এখনো কোন অভিযোগ আমাদের কাছে দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...