বিজ্ঞাপন
শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিলের ব্যবস্থাপনায় প্রেসক্লাব কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সহায়তা প্রাপ্ত মাদ্রাসাগুলোর মধ্যে রয়েছে- চালাকচর ইউনিয়নের বাঘবের জামিয়া ইসলামিয়া নূরিয়া মাদ্রাসা, হাবিজপুর জামিয়া হুসাইনিয়া মাদ্রাসা, চালাকচর জামিয়া আবু হুরায়রা হাফিজিয়া মাদ্রাসা, কাঁচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর আল জামিয়াতুল আশরাফুল উলূম মাদ্রাসা, তূর্কী হামিদ জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, উত্তর কাঁচিকাটা হাফিজিয়া মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া শেখেরবাজার হাফিজিয়া মাদ্রাসা, কালিয়াকুড়ি হাফিজিয়া মাদ্রাসা, বড়চাপা ইউনিয়নের আতুশাল খলীলিয়া নূরে মদিনা মাদ্রাসা ও খিদিরপুর ইউনিয়নের সাগরদী ফয়জুল উলুম মাদ্রাসা।
এছাড়া একজন প্রতিবন্ধীকে খাদ্য সামগ্রী, দুইজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং দুইজন অসচ্ছল নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিল ৫০ কেজি চাল, ১০ কেজি মসুর ডাল এবং ৫ লিটার সয়াবিন তেল।
প্রবাসী নারীর পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজমেরী সুলতানা, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিম রেজা, সহ-সাংগঠনিক সম্পাদক আল-মুমিন হোসাইন সজিব, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ এমরুল ইসলাম, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম এবং সদস্য জাকির হোসেন, হিমেল মিয়া, মাওঃ তৈয়াবুর রহমান প্রমুখ।
আয়োজকরা জানান, “প্রবাসীরা যদি মানবিক কর্মকাণ্ডে আরও এগিয়ে আসেন, তবে সমাজে সহানুভূতি ও কল্যাণের চর্চা আরও বিস্তৃত হবে।”
এ সময় প্রবাসী নারীর মরহুম পিতার আত্মার মাগফিরাত এবং ছোট সন্তানের রোগমুক্তি ও পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...