Logo Logo

গাজীপুরে শিশু ধর্ষণের প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন


Splash Image

গাজীপুরের কালিয়াকৈরে ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় দোষী জয় কুমার দাস ও তার সহযোগীদের মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নালিতাবাড়ীতে।


বিজ্ঞাপন


শনিবার (১৮ অক্টোবর) বিকেলে নালিতাবাড়ী উপজেলা গেইটের সামনে এ কর্মসূচি পালন করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, নালিতাবাড়ী উপজেলা শাখা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের দায়িত্বশীল মাওলানা মাহদি হাসান সিদ্দিকী। সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা উবায়দুর রহমান।

বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, মুফতি আবু সুফিয়ান, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মুহাম্মদ আলী নাজিরপুরী, মুফতি মাহমুদুল হাসান ফয়জুল্লাহসহ অনেকে।

বক্তারা বলেন, “গাজীপুরের কালিয়াকৈরে ১৩ বছরের শিশু মাদ্রাসাছাত্রীকে টানা তিন দিন ধরে ধর্ষণ করেছে হিন্দু জয় কুমার দাস ও তার সহযোগীরা। আমরা এই জঘন্য অপরাধের সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড—দাবি করছি।”

তারা আরও বলেন, “বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হলে এ ধরনের অপরাধের কঠোর বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে বাংলাদেশে ইসকন সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি জানাই।”

মানববন্ধনে বক্তব্য দেন সজল চন্দ্র দাসও। তিনি বলেন, “আমরা সবাই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। কিন্তু ধর্ষণের মতো নৃশংস অপরাধের জন্য জয় কুমার দাসের মৃত্যুদণ্ড ছাড়া ন্যায়বিচার সম্ভব নয়।”

শেষে দোয়া পরিচালনা করেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা উবায়দুর রহমান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...