বিজ্ঞাপন
বিমানবন্দর নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে শাহজালাল বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এর ফলে ঢাকাগামী ফ্লাইটগুলোকে নিকটস্থ বিমানবন্দরে অবতরণের নির্দেশনা দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায়, শনিবার বিকেল ৩টা ৩১ মিনিটে রিয়াদ থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের বোয়িং-৭৭৭ ফ্লাইট (বিজি-৩৪০) ৩৯৬ জন যাত্রী নিয়ে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এরপর সন্ধ্যা ৬টা ৬ মিনিটে সিঙ্গাপুর থেকে ১৫৩ জন যাত্রী নিয়ে এয়ার এস্ট্রার একটি ফ্লাইট (এস্ট্রা-৩১০) সিলেটে অবতরণ করে। মালদ্বীপ থেকে আসা আরও একটি ফ্লাইট সিলেটে অবতরণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, "এখন পর্যন্ত দুটি ফ্লাইট অবতরণ করেছে। মালদ্বীপ থেকে আসা ফ্লাইটটিও সিলেটে নামবে, তবে এর যাত্রী সংখ্যা এখনো জানা যায়নি। শাহজালালে বিমান চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওসমানী বিমানবন্দরকে প্রস্তুত রাখা হয়েছে।"
বিমানবন্দর পরিচালক আরও জানান, রিয়াদগামী ফ্লাইটের ৩৯৬ জন যাত্রীর মধ্যে ১২ জন যাত্রী সিলেট বিমানবন্দর থেকে তাদের নিজ গন্তব্যের উদ্দেশে বেরিয়ে গেছেন। তবে অন্য যাত্রীদের আপাতত বিমানবন্দরেই রাখা হয়েছে এবং পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...