বিজ্ঞাপন
রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ সভাটি রবিবার (১৯ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার ফয়জুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এনামুল হক বাবলু। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদ উন নবী, সাবেক যুগ্ম আহ্বায়ক আশফাকুজ্জামান খান রনি, সহসভাপতি মশিয়ার রহমান, সহসভাপতি আব্দুল গনি মিলন, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, সাবেক সভাপতি মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আহাসান হাবিব, সিনিয়র সদস্য লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল জলিলসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক এহসানুল হক শিমুল, যুবদলের যুগ্ম আহ্বায়ক হাদিউজ্জামান রাব্বি, যুগ্ম আহ্বায়ক মুকুল, যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান মন্টুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফা শুধু বিএনপির রাজনৈতিক ইশতেহার নয়, বরং এটি একটি জাতীয় পুনর্গঠনের রূপরেখা। জনগণের ভোটাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা ও প্রশাসনিক জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...