Logo Logo

রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


Splash Image

লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় শহরের গুহা চাইনিজ রেস্টুরেন্টে কলেজ ছাত্রদলের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব যোবায়েরুল ইসলাম চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক মাহফুজ হোসেন, আহসানুল ইসলাম আপন, সাব্বির পাটোয়ারী, জিসান মৈশাল এবং আহবায়ক সদস্য আরমান হোসেনসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী জান্নাতুল মাওয়া পিমা ও নূরের নাহার ইশা-কে সংবর্ধনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে এবং তাদের ভবিষ্যৎ জীবনে সাফল্যের পথে এগিয়ে যেতে উৎসাহ জোগাবে। তারা শিক্ষার্থীদের মেধা ও সততার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

প্রতিবেদক- মাহামুদ সানী, লক্ষ্মীপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...