Logo Logo

বকশীগঞ্জে এক্সেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত


Splash Image

জামালপুরের বকশীগঞ্জে “এক্সেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে ব্র্যাক শিক্ষা কর্মসূচি ও ই এম ডি সি প্রকল্প।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন — উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান রেজাউল করিম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দ, বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কুদ্দুস ভূইয়া। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ — পলাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম, উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, বাঙ্গালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, জাগিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, গাজিরপাড়া বাঙ্গালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান।

সভায় বক্তারা বলেন, “এক্সেলারেটেড এডুকেশন মডেল” এমন একটি শিক্ষা উদ্যোগ যার মাধ্যমে ঝরে পড়া ও বঞ্চিত শিশুদের দ্রুতগতির শিক্ষার মাধ্যমে পুনরায় মূল ধারায় ফিরিয়ে আনা সম্ভব। তারা উল্লেখ করেন, ব্র্যাক দীর্ঘদিন ধরে এই মডেল বাস্তবায়নে কাজ করছে, যা দেশের শিক্ষা ব্যবস্থাকে টেকসই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য শিক্ষক প্রশিক্ষণ, নিয়মিত মনিটরিং ও অভিভাবক অংশগ্রহণ বৃদ্ধির ওপর জোর দিতে হবে।

সভায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির কর্মকর্তাবৃন্দ, উপজেলা শিক্ষা অফিসের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...