Logo Logo

কোটালীপাড়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক টাস্কফোর্স সভা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও কার্যকর ও স্বচ্ছ করার লক্ষ্যে বুধবার (২২ অক্টোবর) উপজেলা পরিষদের হলরুমে টাস্কফোর্স সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) বিশ্বজিৎ কুমার পাল। সভার সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হক।

এ সময় কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের মান উন্নয়ন, তথ্য সঠিকতা নিশ্চিতকরণ এবং জনসাধারণের সুবিধার্থে দ্রুত ও স্বচ্ছ সেবা প্রদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত কর্মকর্তারা এলাকায় নিবন্ধন কার্যক্রমকে আরও সক্রিয় ও সম্প্রসারণমূলক করার জন্য বিভিন্ন পরিকল্পনা ও দিকনির্দেশনা প্রদান করেন।

উপজেলা প্রশাসন আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়া সহজতর ও জনগণবান্ধব হবে।

প্রতিবেদক- কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...