বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল রাজাপুর প্রেসক্লাবের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, নুরুল ইসলাম খলিফা একজন সৎ, নির্ভীক ও জনপ্রিয় স্থানীয় জনপ্রতিনিধি। রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে।
এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন মো. বাচ্চু, মো. কালাম, মোসাঃ মিতু ও মোসাঃ নূরজাহান। তারা অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে একটি পক্ষ নুরুল ইসলাম খলিফাকে মিথ্যা মামলায় জড়িয়ে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহার ও নুরুল ইসলাম খলিফার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...