বিজ্ঞাপন
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে কলাপাড়া উপজেলার বালিয়াতলি ইউনিয়নের বলিপাড়া এলাকা থেকে তাকে আটক করে র্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ অভিযান দল। অভিযানের নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাসেদ।
গ্রেপ্তারকৃত অপু নারায়ণগঞ্জ জেলার মহসিন ক্লাবের গলি এলাকার হিরা মিয়ার ছেলে।
র্যাব জানায়, এজাহারনামীয় আসামি অপু পলাতক ছিলেন। সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ২০ অক্টোবর দুপুরে অভিযুক্ত অভি, অপু, রাহাতসহ ৫-৬ জন নৈশ প্রহরী আবু হানিফকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে প্রথমে নারায়ণগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের বিপরীত পাশে সুন্দরবন মাঠে নিয়ে নির্মমভাবে মারধর করা হয়। পরবর্তীতে তাকে জোড়া ট্যাংকির মাঠে নিয়ে পুনরায় নির্যাতন চালানো হয়।
এক পর্যায়ে হামলাকারীরা ইট দিয়ে হানিফের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...