Logo Logo

ফেনী জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৬ আসামী গ্রেফতার


Splash Image

ফেনী জেলা পুলিশের বিশেষ অভিযানে ফেনী জেলার বিভিন্ন থানায় পৃথক অভিযান পরিচালনা করে ১৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


ফেনী জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিকনির্দেশনায় গত ২৪ ঘণ্টায় চুরি, ডাকাতি, ছিনতাই ও আন্তঃজেলা চোরচক্রের সদস্যদের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়।

ফেনী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক চিহ্নিত ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য, ৫ মামলার আসামী বেলাল হোসেন সম্রাট (৩২) সহ আরও ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

ফেনী মডেল থানা পুলিশ আন্তঃজেলা চোর চক্রের সদস্য মোশারফ হোসেন (৩৩) সহ মোট ৬ জন অপরাধীকে গ্রেফতার করেছে। দাগনভূঞা থানা পুলিশ বিশেষ অভিযানে ১ জন চোরসহ ২ জনকে, ফুলগাজী থানা পুলিশ ১ জন চোরসহ ২ জনকে, সোনাগাজী মডেল থানা পুলিশ ১ জনকে এবং পরশুরাম থানা পুলিশ ২ জন আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ফেনী জেলায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...