Logo Logo

বোয়ালমারীতে বিএনপি’র কমিটি ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি


Splash Image

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।


বিজ্ঞাপন


গতকাল শনিবার বিকেলে পৌর সদর বাজারে এক পক্ষ আনন্দ শোভাযাত্রা এবং অন্য পক্ষ বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করে। এই পাল্টাপাল্টি কর্মসূচির কারণে শহরে আতঙ্ক দেখা দিলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনের চার মাস পর গত বৃহস্পতিবার মধ্যরাতে এই কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত এই কমিটিতে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম সমর্থকদের একচেটিয়া আধিপত্য দেখা যায়। প্রতিপক্ষ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনুর পক্ষের হাতেগোনা কয়েকজন ওই কমিটিতে স্থান পান।

এ নিয়ে ঝুনু মিয়ার সমর্থকরা গতকাল বিকেলে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের ডাক দেন। ওয়াপদার মোড়ে কাজী হারুন শপিং কমপ্লেক্সের সামনে বিকেল ৫টার পরে মিছিল ও অবরোধ কর্মসূচি শুরু হয়। বিক্ষুব্ধরা টায়ারে আগুন জ্বালিয়ে ওয়াপদার মোড়ে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন।

বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সদ্য ঘোষিত কমিটিতে আওয়ামী লীগ ও যুবলীগের লোকজনকে স্থান দেওয়া হয়েছে।

অন্যদিকে, কমিটিতে স্থান পাওয়া খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকরা বিকেল ৫টার পরে স্থানীয় চৌরাস্তা থেকে আনন্দ শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি ডাকবাংলো সড়কে গিয়ে শেষ হয়। তাদের মিছিল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলামকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল আমিন বলেন, "পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় ছিল। দুই পক্ষ শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছে।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...