Logo Logo

নেত্রকোণায় বিজিবির অভিযানে ২৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার


Splash Image

সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযানে ২৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।


বিজ্ঞাপন


রোববার (২৬ অক্টোবর) ভোরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবির অধীনস্থ বারমারী বিওপি’র ৬ সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযানটি পরিচালিত হয় দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের ফান্দা এলাকায়, যা সীমান্ত মেইন পিলার ১১৬২ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। এসময় টহল দলটি মালিকবিহীন অবস্থায় ২৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধারকৃত ফেন্সিডিল পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...