বিজ্ঞাপন
এই সেমিনারে বক্তারা ব্যাংক একীভবনের মাধ্যমে দেশের আর্থিক খাতকে আরও টেকসই ও স্থিতিশীল করার সম্ভাবনার ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হোসেন উদ্দিন শেখর। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "ব্যাংক একীভবনের মাধ্যমে দেশের আর্থিক খাতকে আরও টেকসই ও স্থিতিশীল করা সম্ভব, তবে এ প্রক্রিয়ায় সুষ্ঠু নীতি, কার্যকর তদারকি এবং দক্ষ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করার উপর জোর দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রোফেসর ড. মোঃ সোহেল হাসান। অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রবি উল্লাহ সেমিনারে সভাপতিত্ব করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রোফেসর ড. মোঃ আইনুল ইসলাম। তিনি তাঁর প্রবন্ধে উল্লেখ করেন, "দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী ব্যাংকের সঙ্গে একীভূত করার মাধ্যমে মূলধন ঘাটতি ও ঋণখেলাপি হ্রাস পেতে পারে, যা দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে সহায়ক হবে।"
বিভাগীয় প্রধান মোহাম্মদ রবি উল্লাহ বলেন, "আমাদের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে বাস্তব ও প্রাকটিক্যাল জ্ঞান অর্জন করেছে। সেমিনার টি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করায় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতে সমসাময়িক অর্থনীতি বিষয়ের উপর আরো সেমিনার ও ওয়ার্কশপ করার জন্য আমি সভাপতি হিসাবে বিভাগের পক্ষে সার্বিক সহযোগিতা করবো।"
সেমিনারে উপস্থিত এক শিক্ষার্থী বলেন, "সেমিনারে উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে। কারণ ব্যাংকিং খাতে আমাদের জ্ঞান বিকশিত করা খুবই গুরুত্বপূর্ণ যেটা এই সেমিনারের মাধ্যমে আমরা অর্জন করেছি। ক্যারিয়ার গঠনে যার ভূমিকা অনেক থাকবে।"
সেমিনারে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা ব্যাংক খাতের চ্যালেঞ্জ, একীভবনের সম্ভাবনা এবং অর্থনৈতিক উন্নয়নে এর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন। সেমিনারটি শিক্ষার্থীদের ব্যাংকিং ও অর্থনীতি সম্পর্কিত জ্ঞান সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সেমিনার সমন্বয়ক অধ্যাপক মাহফুজা আক্তার। তিনি অংশগ্রহণকারীদের উপস্থিতি ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিবেদক- হাবিবুর রহমান, গোবিপ্রবি প্রতিনিধি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...