Logo Logo

গকসু নির্বাচনে বিজয়ী এমপিবিএমই বিভাগের শিক্ষার্থীকে সংবর্ধনা


Splash Image

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে বিজয়ী মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (এমপিবিএমই) বিভাগের শিক্ষার্থী সামিউল হাসান শোভনকে সংবর্ধনা দিয়েছে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


রবিবার (২৬ অক্টোবর) দুপুরে একাডেমিক ভবনের এ-২০৬ নং কক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সামিউলের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন শিক্ষকরা।

সংবর্ধনা অনুষ্ঠানে সামিউল বলেন, “আমাদের বিভাগ ছোট হলেও এখানে আছে ভালোবাসা ও আন্তরিকতা। এই পরিবারের প্রতিনিধি হিসেবে এখন সময় ছাত্র সংসদ নিয়ে কাজ করার। আমি শুধু আমার বিভাগের নয়, সব বিভাগের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করব।”

তিনি আরও বলেন, “আমাদের বিভাগের নানা সমস্যা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান জিমনেশিয়াম আসলে আমাদের ল্যাব ছিল। সেটি ফিরিয়ে এনে আধুনিক সরঞ্জামসহ নতুন ল্যাব হিসেবে গড়ে তোলা দরকার।”

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভাগের উন্নয়ন নিয়ে কয়েকটি দাবি ও প্রত্যাশা তুলে ধরেন। এর মধ্যে ছিল- একটি স্থায়ী জিমনেশিয়াম স্থাপন, মেয়েদের জন্য নিরাপদ কমন রুম, পর্যাপ্ত স্যানিটাইজেশন ব্যবস্থা, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি, ইন্টার্নশিপের ব্যবস্থা এবং লাইব্রেরিতে তথ্যসূত্র বৃদ্ধির দাবি।

সহকারী অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, “গণ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি আধুনিক জিমনেশিয়াম অত্যন্ত জরুরি। বর্তমান জিমনেশিয়ামটি আসলে বায়োমেডিকেল বিভাগের ল্যাব, যা জাফরুল্লাহ চৌধুরী স্যার নিজে প্রতিষ্ঠা করেছিলেন। এটি আবার বিভাগের ল্যাব হিসেবেই থাকা উচিত।”

প্রধান অতিথি অধ্যাপক ড. মো: ফজলুল করিম বলেন, “২০০১ সাল থেকে বিভাগ চালু হলেও এখনো সিনিয়র শিক্ষকের ঘাটতি রয়ে গেছে। এই বিভাগ একদিন ক্যান্সার গবেষণায় বিশেষ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। আমি মুক্তিযুদ্ধ, কৃষক ও জুলাই যোদ্ধাদের মতোই এই বিভাগের অবদানকে দেশের ভবিষ্যৎ শক্তি হিসেবে দেখি।”

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানটির সমাপ্তি হয়। এতে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, নবনির্বাচিত গকসু প্রতিনিধি ও অনুষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...