Logo Logo

প্রবাসীরা ২৫ হাজার কোটি টাকা পাঠালেন ২৫ দিনে


Splash Image

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, অক্টোবরের প্রথম ২৫ দিনের এই পরিসংখ্যান আশাব্যঞ্জক। সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স প্রবাহে যে ধীরগতি দেখা গিয়েছিল, অক্টোবরের এ চিত্র তা কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে।


বিজ্ঞাপন


চলতি অক্টোবর মাসের প্রথম ২৫ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২০৩ কোটি ২৯ লাখ (২.০৩ বিলিয়ন) মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৫ হাজার কোটি টাকা—যা সাম্প্রতিক সময়ে দেশের বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধির ক্ষেত্রে এক ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবরের এই সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৪৬ লাখ ৪০ হাজার ডলার, এবং বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে একটিতে (কৃষি ব্যাংক) এসেছে ১৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার ডলার।

অন্যদিকে, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪৪ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার, এবং বিদেশি ব্যাংকগুলো থেকে এসেছে ৪৮ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...