বিজ্ঞাপন
সোমবার (২৭ অক্টোবর) বিকালে বিক্ষোভ মিছিলটি ফেনী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশে মিলিত হয়। মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন জনগণের প্রত্যাশা। এই সনদে বর্ণিত গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে বিক্ষোভ ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন- সাবেক ফেনী জেলা আমির মাওলানা সামছুদ্দিন, জেলা নায়েবে আমির অধ্যাপক মাওলানা আবু ইউসুফ, সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, প্রচার সম্পাদক ও মিডিয়া সম্পাদক আ.ন.ম আবদুর রহীম প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলার জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ৫ দফা গণদাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...