Logo Logo

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৫


Splash Image

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকের সহকারীসহ ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।


বিজ্ঞাপন


দুর্ঘটনা দুটি আজ মঙ্গলবার দুপুরে ও ভোরে গোপালগঞ্জ-পিরোজপুর সড়ক এবং ঢাকা-খুলনা মহাসড়কে ঘটেছে।

নিহতরা হলেন- ট্রাক চালকের সহকারী মো. জসিম শেখ (২৩)। তিনি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চর দাড়িয়াল গ্রামের সাহাবুদ্দিন শেখের ছেলে। অপর ব্যক্তি হলেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত মঈন উদ্দিন লস্করের ছেলে আলমগীর লস্কর (৫৫)।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই রোমান মোল্লা এবং টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর এই দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জ সদর উপজেলার চর পাথালিয়া নামক স্থানে আজ ভোর ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে প্রথম দুর্ঘটনাটি ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই রোমান মোল্লা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বিকল ট্রাক (ঢাকা মেট্রো ট- ১১-১৯১৮) মহাসড়কের উপর দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগামী অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ২০-৮৪৬৪) সজোরে ধাক্কা দেয়। এতে দ্বিতীয় ট্রাকটির (ঢাকা মেট্রো ট- ২০-৮৪৬৪) হেলপার মো. জসিম শেখ মারাত্মক আহত হন। তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

আজ দুপুর পৌনে ২টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর এলাকায় গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে।

টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, নিহত আলমগীর লস্কর (৫৫) রামচন্দ্রপুর বটতলা মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী 'ওয়েলকাম এক্সপ্রেস' নামের একটি যাত্রীবাহী বাসের চালক তাকে হঠাৎ দেখতে পান। চালক তাকে বাঁচাতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারালে বাসটি আলমগীরকে ধাক্কা দিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই দুর্ঘটনায় বাসের কমপক্ষে ৫ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করেছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...