বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নেত্রকোণা পৌরসভার সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক গ্রীণ কোয়ালিশন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন— প্রকৃতি বাঁচাও আন্দোলন নেত্রকোনা শাখার সভাপতি তানভীর জাহান চৌধুরী, সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস ও আলপনা বেগম, সমাজকর্মী মৃণাল কান্তি চক্রবর্তী, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান, জানমা জেলে সংগঠনের সভাপতি যোগেশ চন্দ্র দাস, সেভ দ্যা এনিম্যালস অব সুসং-এর সভাপতি রিফাত আহমেদ রাসেল এবং শিক্ষার্থী কমা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, চায়না দুয়ারি জালের কারণে হাওর, নদী ও জলাশয়ের মাছ, রেনু ও জলজ প্রাণীর মারাত্মক ক্ষতি হচ্ছে। এটি মাছের প্রজনন ব্যাহত করছে এবং জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট করছে। তারা অবিলম্বে এই জাল নিষিদ্ধ ও এর ব্যবহার বন্ধে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে আরও দাবি করা হয়, কৃত্রিম উপায়ে মাছ উৎপাদন, বিক্রি, মজুত ও ব্যবহার বন্ধে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...