Logo Logo

নেত্রকোনায় চায়না জাল বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


Splash Image

হাওরের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় নেত্রকোণায় চায়না দুয়ারি জাল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নেত্রকোণা পৌরসভার সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক গ্রীণ কোয়ালিশন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন— প্রকৃতি বাঁচাও আন্দোলন নেত্রকোনা শাখার সভাপতি তানভীর জাহান চৌধুরী, সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস ও আলপনা বেগম, সমাজকর্মী মৃণাল কান্তি চক্রবর্তী, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান, জানমা জেলে সংগঠনের সভাপতি যোগেশ চন্দ্র দাস, সেভ দ্যা এনিম্যালস অব সুসং-এর সভাপতি রিফাত আহমেদ রাসেল এবং শিক্ষার্থী কমা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, চায়না দুয়ারি জালের কারণে হাওর, নদী ও জলাশয়ের মাছ, রেনু ও জলজ প্রাণীর মারাত্মক ক্ষতি হচ্ছে। এটি মাছের প্রজনন ব্যাহত করছে এবং জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট করছে। তারা অবিলম্বে এই জাল নিষিদ্ধ ও এর ব্যবহার বন্ধে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে আরও দাবি করা হয়, কৃত্রিম উপায়ে মাছ উৎপাদন, বিক্রি, মজুত ও ব্যবহার বন্ধে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...