Logo Logo

নালিতাবাড়ীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজারো জনতার ঢল


Splash Image

আনন্দ মিছিলে হাজারো জনতার ঢলে নালিতাবাড়ীতে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৮ অক্টোবর) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এদিন বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। হাজারও নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে ফিরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান তারা'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিল, কৃষকদলের সদস্য সচিব মোঃ বাচ্চু, সাবেক উপজেলা, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুকন, রুপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ার ও যুবদল নেতা মামুন। এছাড়াও সভায় বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনে যুবদলের ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের অধিকার আদায়ে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...