Logo Logo

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এস. এন. তরুণ দে’র


Splash Image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সদস্য সচিব নুর আলম মিয়া ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিকের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সদস্য সচিব নুর আলম মিয়া ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিকের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সরাইল সরকারি কলেজ মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো র‍্যালি জনস্রোত ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের মহাসচিব ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী, সাবেক কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস. এন. তরুণ দে বলেন, সরাইল-আশুগঞ্জ বীরের জাতি, বীরের মাটি—সঠিক নেতৃত্ব বাছাইয়ে ভুল করে না। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী দলকে বিজয়ী করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এই দেশের গণতন্ত্র রক্ষার অগ্রণী বাহিনী।

তরুন দে বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ধানের শীষকে বিজয়ী করে সরকার গঠনের ভূমিকা রাখতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, সরাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফুল করিম রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সদস্য সচিব নুর আলম মিয়া প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি ও যুবদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...