বিজ্ঞাপন
গত ১০ অক্টোবর ২০২৫ তারিখে সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের আকস্মিক মৃত্যুতে জেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। তাঁর মৃত্যুতে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে।
এই পরিস্থিতিতে মানবিক উদ্যোগ হিসেবে জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান প্রয়াত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ান। তিনি বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মাহবুব হোসেন সারমাতের স্ত্রীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, “সাংবাদিক মাহবুব হোসেন সারমাত গোপালগঞ্জে সাংবাদিকতা পেশায় নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করেছেন। তাঁর অকাল মৃত্যু আমাদের জন্য বড় ক্ষতি। প্রশাসনের পক্ষ থেকে আমরা তার পরিবারের পাশে থাকার চেষ্টা করছি।”
উল্লেখ্য, সাংবাদিক মাহবুব হোসেন সারমাত দীর্ঘদিন ধরে গোপালগঞ্জে এনটিভির দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর পেশাগত সততা, আন্তরিকতা ও সাহসিকতা সহকর্মীদের কাছে উদাহরণ হয়ে থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...