Logo Logo

জোনায়েদ সাকী

প্রতিবন্ধীদের বিদ্যালয়গুলোকে মানসম্পন্ন করে তোলার দায়িত্ব সরকারের


Splash Image

ছবি : সংগৃহীত।

প্রতিবন্ধীদের জন্য তৈরি বিদ্যালয়গুলোকে মানসম্পন্ন করে তোলা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী।


বিজ্ঞাপন


আজ বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকী বলেন, “প্রতিবন্ধী বিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম। এই বিদ্যালয়গুলো যেন মানসম্পন্ন বিদ্যালয়ে পরিণত হতে পারে, রাষ্ট্রকে সে বিষয়টি দেখতে হবে। কোন স্কুলে কী ধরনের সীমাবদ্ধতা রয়েছে, কিভাবে তাদের সহায়তা ও স্বীকৃতি দেবে, তার উদ্যোগ সরকারকে নিতে হবে। সমাজ কল্যাণ উপদেষ্টার নিকট অনুরোধ থাকবে, তাদের এই দাবি বিবেচনা করবেন এবং সে অনুযায়ী উদ্যোগ নেবেন।”

তিনি আরও বলেন, “সরকারের কাজ হলো জনগণের সমস্যার সমাধান করা। সমস্যার দিকে চোখ বন্ধ করে থাকলে দেশ এগোবে না। তাই প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে মানসম্পন্ন করে তোলা সরকারের দায়িত্ব।”

বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের আয়োজিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্তের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসকরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...